প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ০৪:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ১৯২ জনে।
কোভিড-১৯ মহামারীতে দেশে মৃত্যুর ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ সময়ে ১ হাজার ১৩৪ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ২৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৩১ হাজার ৫৯০ জন হয়েছে।