প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২০ ১৫:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ১৫৯ জন।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ১৫৯ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জনে। আরও ২৪ জনের মৃত্যুতে এই সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৯৩০ জন।