ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের প্রাণহানি, আক্রান্ত ২১১১


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২০ ১৫:২৫ অপরাহ্ন


দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের প্রাণহানি, আক্রান্ত ২১১১

স্টাফ রিপোর্টার: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ২৭৫ জনে।

বুধবার মহামারীর হালনাগাদ তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ সময়ে দুই হাজার ১১১ জন নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৩৮ হাজার ৭৯৫ জনে।

এর আগে মঙ্গলবার দুই হাজার ২১২ জন এবং সোমবার দুই হাজার ১৩৯ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৮৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে তিন লাখ ৫৪ হাজার ৭৮৮ জন হয়েছে।

 


   আরও সংবাদ