ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

১২ জুলাই থেকে খুলবে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা


প্রকাশ: ৮ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


১২ জুলাই থেকে খুলবে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা

   

স্টাফ রিপোর্টার : হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানার কার্যক্রম আগামী রোববার ১২ জুলাই থেকে চালু করার অনুমতি প্রদান করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয় বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আনোয়ার হোসেন এক বার্তায় এ তথ্য জানান।

এসকল হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার কার্যক্রমও বন্ধ রয়েছে। 

হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ হতে আবেদনের প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।


   আরও সংবাদ