ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

কোনাল'এর "আগুন লাগাইলো" কোটি দর্শকের হৃদয়ে ঠাঁই


প্রকাশ: ৯ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


কোনাল'এর

বিনোদন ডেস্ক : গতবছর মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ও প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমার ‘আগুন লাগাইলো’ শিরোনামে প্রথম আইটেম গানে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল।

সম্প্রতি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে গানটি কোটির ক্লাব অতিক্রম করেছে। সেই হিসাবে কণ্ঠশিল্পী কোনালের গাওয়া প্রথম কোনো গান কোটিবারের বেশি দেখলো দর্শক।

এ প্রসঙ্গে কোনাল জানিয়েছেন, কোটি ভিউ মানে এক কোটি দর্শকের ভালোবাসা ও তাদের মনে ঠাঁই পাওয়া। দর্শকের সেই ভালোবাসায় তিনি সিক্ত। এটি আমার গাওয়া প্রথম আইটেম ধাঁচের কোনো গান। 

গানটি গাওয়ার সময় দ্বিধায় ছিলাম, না জানি কেমন হয়, তবে ছবির প্রযোজক ও শীর্ষ অভিনেতা শাকিব খান গানটি পছন্দ করেন। 

সর্বোপরি যে দর্শকদের জন্য আমি গান গাই তারা আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে এটাই সবচেয়ে বেশি আনন্দের ও অনুপ্রেরণার ব্যাপার।

তুরস্কে শুটিং হওয়া ‘আগুন লাগাইলো’ গানটির কথা ও সুর লিংকনের। গানটির মাধ্যমে বুবলীকেও প্রথম পাওয়া গিয়েছিল আইটেম গানে পারফর্ম করতে।


   আরও সংবাদ