ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

লাভ-ক্ষতির খতিয়ান


প্রকাশ: ৮ জুন, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


লাভ-ক্ষতির খতিয়ান

   

বিএন নিউজ ডেস্ক : করোনা মহামারিতে আজ দিশেহারা গোটা দুনিয়া। চীনা থেকে শুরু হয়ে আজ পুরো পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে করোনা নামের এই অতি ক্ষুদ্র জন্তুটি।

করোনা কাউকে পরোয়া করছে না। এ যেন কারোর পরিচয়ও মানছে না আজ। রাজা বাদশা সবাই তার কাছে মাথা নত করেছে। কোনো সর্ত ছাড়া।

এমন পরিস্থিতিতেও এক শ্রেণীর মানুষ আছে তাদের লাভ আর ক্ষতির অংক মেলাতে ব্যস্থ। তারা যেন করোনার কে হার মানাতে চাই। লাভ ক্ষতির এই হিসাবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ ইমরুল কায়েস রানার পোস্ট তুলে ধরা হলো-

মহাদুর্যোগ চলছে বিশ্বময়। কোভিড-১৯ এর সংক্রমণে উন্নত দেশগুলোও নাস্তানাবুদ! পৃথিবী থেকে প্রায় ৪ লাখ মানুষ নাই হয়ে গেছে।

জাতীয়-আন্তর্জাতিক সংকটের এই কঠিন সময়ে কিছু ব্যবসায়ী লাভ-ক্ষতির হিসাব মেলাতে ব্যস্ত! অনেকেরই অভিযোগ- আহ এত্ত লস!; পোষাব কিভাবে?!

ইয়া নফসি, ইয়া নফসি- এর বর্তমান অবস্থায় 'বেঁচে থাকা'-ই সবচেয়ে বড় 'লাভ'। দুনিয়াতে যদি সারভাইভই করতে না পারি, অন্য কিছুতে আর কি-ইবা আসে যায়!

সুতরাং আসুন, করোনাভাইরাস পরিস্থিতিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদের বেঁচে থাকার সম্ভাবনাকে বাড়িয়ে তুলি।

মহান সৃষ্টিকর্তা আমাদের সুমতি দান করুন। আমিন

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ ইমরুল কায়েস রানার ওয়াল থেকে সংগৃহীত


   আরও সংবাদ