ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

মিয়ানমারকে আইসিজের আদেশ পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ


প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


মিয়ানমারকে আইসিজের আদেশ পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

   

কূটনৈতিক প্রতিবেদক : মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আইসিজের আদেশ যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার গুলশানে ‘রোহিঙ্গা সংকট ও গণহত্যা’ শীর্ষক সভা থেকে এ আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, আইসিজেতে গাম্বিয়ার কথায় অনেক বিষয় উঠে এসেছে, যা জাতিসংঘ ও কফি আনান কমিশনে আগেই বলা হয়েছে। আইসিজের রায় বিশ্বের সকল গণহত্যার ভুক্তভোগীর জন্য একটি জয়। 

আমরা বিশ্বাস করি আইসিজের এ রায় রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদে ফেরা নিশ্চিত করবে।

পররাষ্ট্র সচিব বলেন, আইসিজের এ রায় পুরোপুরি বাস্তবায়নে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও রাখাইনে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এবং বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রভাবিত হবে না। আমরা গাম্বিয়া ও আইসিজেকে স্বাগত জানাই

মিষ্টার মোমেন বলেন, আমরা বিশ্বাস করি গাম্বিয়ার এ পদক্ষেপের ফলে বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের আস্থা ফিরে আসবে এবং তারা নিজ দেশে ফিরে যাবে। বাংলাদেশ শুরু থেকেই এই প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত ছিল।


   আরও সংবাদ