ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

শ্রীলঙ্কায় ৪৩ বছর পর মৃত্যুদণ্ডের আদেশ


প্রকাশ: ১ জুলাই, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


শ্রীলঙ্কায় ৪৩ বছর পর মৃত্যুদণ্ডের আদেশ

   

মাদক কারবারির অভিযোগে শ্রীলঙ্ককায় এই প্রথম মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। মাদক ব্যবসায় অভিযুক্ত চার আসামিকে মৃত্যুদণ্ড প্রদানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। গত ৪৩ বছরে এই প্রথম শ্রীলঙ্কায় কোন মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হলো। খবর বিবিসির।

১৯৭৬ সালের পর এই প্রথম সর্বোচ্চ শাস্তির এ আদেশ দেয়া হলো। তবে এ রায় কার্যকর করা নিয়ে সৃষ্টি হয়েছে নানা জটিলতা।

উল্লেখ্য, সরকারি কোন জল্লাদ নেই শ্রীলঙ্কায়। ফলে এ রায় কার্যকর করার জন্য জল্লাদ ভাড়া করতে হচ্ছে সরকারকে।

গত ফেব্রুয়ারিতে জল্লাদ নিয়োগের একটি বিজ্ঞাপন দেয়া হয়। যেখানে ১০০র বেশি আবেদন জমা পড়ে। বিজ্ঞপ্তিতে জুড়ে দেয়া হয়েছিলো নানা শর্ত। বলা হয়েছিলো, আবেদনকারীকে শ্রীলঙ্কার নাগরিক হতে হবে, বয়স হবে ১৮ থেকে ৪৫ এর মধ্যে এবং তাদের শক্ত ও কঠিন মানসিকতার হতে হবে।

শ্রীলঙ্কার সরকারি গণমাধ্যম থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দুইজন ছেলে ও মেয়ে আবেদন করেছে।

কারাগার মুখপাত্র জানান, ফাঁসি কার্যকর করতে দুইজন ব্যক্তিকে বাছাই করা হবে। যাদের দুই সপ্তাহ ধরে প্রশিক্ষণ প্রদান করে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রস্তুত করা হবে।


   আরও সংবাদ