ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ন


৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শুক্রবার সকালে এটিইউ’র একটি দল নীলফামারীর কিত্তনিয়াপাড়া থেকে শ্রী প্রদীপ কুমার (৪৩ কে গ্রেপ্তার করেন।

আজ সন্ধ্যায় এটিইউর মুখপাত্র পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার আসামি নীলফামারীর কিত্তনিয়াপাড়া গ্রামের রুপ কুমারের ছেলে।

এটিইউ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে প্রদীপ কুমারের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং—০৮, তারিখ—১৪ মে ২০২৪, ধারা—৪২০/৪০৬ দণ্ডবিধি ১৮৬০)। মামলাটির বিচার শেষে ২৬ জানুয়ারি ২০১৬ সালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রায় ঘোষণার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। অবশেষে এটিইউ’র একটি চৌকস দল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে।


   আরও সংবাদ