প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫ ১২:১০ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশে গতানুগতিক চিন্তা পরিহার করে সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট করতে পারলেই আপনাদের পরিশ্রম সার্থক হবে।
আজ শনিবার পটুয়াখালী পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলনকক্ষে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অতীতে বেশকিছু ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রাজনৈতিক বিবেচনায় অপ্রয়োজনীয় জায়গায় নির্ধারণ করা হয়েছিল। সরকার জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করে থাক। তাদের কষ্টের টাকা অহেতুক কোন প্রকল্পে ব্যয় করা যাবে না।
তিনি বলেন, অপ্রয়োজনীয় জায়গায় যে সকল ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছিল। আমরা প্রস্তাবিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোর প্রয়োজনীয়তা বিবেচনা করে পুনরায় জায়গা নির্ধারণ করে দিব। এসময় তিনি জনগণকে তাঁর কাঙ্ক্ষিত সেবা দ্রুত সময়ে পৌঁছে দিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে ফারুক ই আজম বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিয়ে জনগণকে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার ব্যবস্থা আপনাদেরই করতে হবে। তিনি জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে উপদেষ্টা বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।