প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫ ০১:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে আটক, গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে পৃথক দুটি এবং গণঅভ্যুত্থানের সময় গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে একটিসহ মোট তিনটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টারের দপ্তরে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আনুষ্ঠানিক অভিযোগের একটিতে শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৭ জন, অপরটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
এছাড়া একই দিন রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
যেখানে ৬টি অভিযোগ আনা হয়েছে। রেদোয়ানুল ইসলাম ছাড়াও অন্য তিন আসামি হলেন- রাফাত বিন আলম মনু, রাশেদুল ইসলাম ও মশিউর রহমান।