প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর ওহির বিধান প্রতিষ্ঠিত না থাকায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে অবক্ষয় ও অশান্তি। সমাজ অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঘুষ দুর্নীতি লুটপাট অর্থপাচার চাঁদাবাজী, টেন্ডারবাজি হত্যা সন্ত্রাস ও নৈরাজ্য সমাজকে অস্থির করে তুলেছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা থাকলেও, সমাজে আল্লাহর হুকুমের বাস্তবায়ন না থাকায় এসব পুরোপুরি কাজে আসছে না।
গতকাল শনিবার রাতে ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুলের থানা জামায়াতের সুধী সমাবেশে এসব কথা বলেছেন শফিকুর রহমান। তিনি এ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী হবেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, স্বৈরাচারের ধ্বংস করা রাষ্ট্রীয় কাঠামোর কার্যকর সংস্কার এবং গণহত্যাকারীদের বিচারের দৃশ্যমান করে নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু অস্বচ্ছ প্রক্রিয়ার নির্বাচনে বিশেষ গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে দিতে চায়। কিন্তু তা কোন ভাবেই মেনে নেবে না জনগণ।
সুইস রাষ্ট্রদূতের সাক্ষাত
রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে রোববার সাক্ষাত করেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক- বিশেষ করে ব্যবসায়-বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে সুইস দূতাবাসের কাউন্সিলর আলবের্তো জিওভানেত্তি উপস্থিত ছিলেন। ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।