প্রকাশ: ২৯ অগাস্ট, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিন লাখ টাকার চেক হস্তান্তর করেছে তথ্য সাধারণ ক্যাডারদের সংগঠন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে এ অর্থ হস্তান্তর করা হয়।
এ সময় এসোসিয়েশনের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহা. শিপলু জামান এবং এসোসিয়েশনের নেতৃবৃন্দ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা- কর্মচারীরা একদিনের বেতন হিসাবে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৯৩ টাকার চেক জমা দেয়।