ঢাকা, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ মাঘ ১৪৩১, ৩ রবিউল সানি ১৪৪৬

পুলিশের লুণ্ঠিত ৩৩০৪ অস্ত্র উদ্ধার


প্রকাশ: ২৯ অগাস্ট, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ন


পুলিশের লুণ্ঠিত ৩৩০৪ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের বিভিন্ন থানা ও পুলিশ ব্যারাক থেকে সম্প্রতি লুট হওয়া বিভিন্ন ধরনের ৩ হাজার ৩০৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এগুলো উদ্ধার করে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ৩ হাজার ৩০৪টি বিভিন্ন ধরনের অস্ত্র, ২ লাখ ৫০ হাজার ৯৭৪ রাউন্ড গুলি, ২১ হাজার ৩৯৫ টিয়ার গ্যাস এবং ১ হাজার ৯৩৯ সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। অস্ত্রের মধ্যে রয়েছে এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শটগান ও গ্যাস গান।

সারা দেশের থানা, ফাঁড়ি বা পুলিশ সদস্যদের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার অনুরোধ করেন পুলিশ সদরদপ্তর। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তির কাছে থানা-পুলিশের লুণ্ঠিত হওয়া অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গত ৫ আগস্ট নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে হামলা চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র লুট করে দুর্বৃত্তরা। সোমবার জেলা সদরের হাজীগঞ্জ গুদারাঘাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেছেন র‍্যাব-১১ সদস্যরা। গতকাল র‍্যাব-১১ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্য রয়েছে পয়েন্ট ২২ বোর ফ্রি পিস্তল একটি, পয়েন্ট ২২ র‍্যাপিড ফায়ার পিস্তল একটি, ১৭৭ স্টেয়ার এয়ার পিস্তল একটি ও ১৭৭ ম্যাচ এয়ার পিস্তল একটি।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: