প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির (বিএলওকেএস) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম বলেছেন, গণতন্ত্রের মানসকন্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত গেজেটেড বেতন কার্যক্রম বাস্তবায়নের স্থগিতাদেশ প্রত্যাহার সহ বকেয়া বেতন-ভাতা প্রদানের জোর দাবি জানান।
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ শাখা।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মোস্তাফিজুর রহমানসহ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ।
মুক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাঠ প্রশাসন ভূমি ব্যবস্থাপনা আমূল পরিবর্তন এসেছে। সারাদেশে ভূমি অফিসে এখন ডিজিটাল রেশন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ের অফিসে কম্পিউটার সিস্টেম সহ ওখানে সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিয়েছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্ত আলোচনা সভায় বক্তারা আরো বলেন, সারাদেশে ভূমি অফিসে প্রায় আড়াই হাজার পদ খালি রয়েছে। এই সব পদে খুব তাড়াতাড়ি জনবল নিয়োগ দেওয়ার আহ্বান জানাই।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মুক্ত আলোচনা সভা বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম সিরাজী, স্কেল বাস্তবায়ন জাতীয় কমিটির যুগ্ন-সমন্বয়ক আবুল কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য ব্যক্তিবগ।