প্রকাশ: ২৭ মে, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ন
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। আজ বৃহস্পতিবার (২৭ মে) বিকালে হাসপাতাল থেকে ফিরে বরিশাল সদর-৫ আসনের এই সংসদ সদস্য জানান, ' আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছি।
হাসপাতাল থেকেই ভার্চ্যুয়ালি দুর্যোগকালীন সকল কর্মকান্ডের নির্দেশনা দিয়েছি। আন্তরিক ধন্যবাদ যারা নানা মাধ্যমে খোঁজ নিয়েছেন। সবাই নিরাপদ থাকুন, আমি সকলের দোয়াপ্রার্থী।
উল্লেখ্য, গত ১৭ মে বুকে আকস্মিক ব্যাথা অনুভব করায় সেদিনই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক। সংশ্লিষ্টমতে, বিগত ১০ দিনের চিকিৎসাশেষে উনি এখন সম্পূর্ণ সুস্থ।